ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বগুড়া সেনানিবাসে এ প্রতিযোগিতা হয়।
সমাপনী অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় যশোর অঞ্চল দলের ইউপি সার্জেন্ট মো. আব্দুর রহিম শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং একই দলের ইউপি ল্যান্স কর্পোরাল খোরশেদ আলম শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা বিবেচিত হন। প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সব দলের খেলোয়াড় ছাড়াও বগুড়া সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আইএ