ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

গোল উৎসবে মোহামেডানের টানা চতুর্থ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
গোল উৎসবে মোহামেডানের টানা চতুর্থ জয়

ঢাকা: চলমান প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়ের ধারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদাকালো শিবির টানা চতুর্থ জয় পেয়েছে।

সাধারণ বীমাকে ৮-০ গোলে উড়িয়ে দেয় মোহামেডান।

 

এদিকে, এবারের লিগে প্রথম জয় পেয়েছে ওয়ারী ক্লাব। আজাদ এসসিকে ৩-০ গোলে হারায় ওয়ারী।

বৃহস্পতিবার (২৬ মে) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আজাদ এসসিকে ৩-০ গোলে হারায় ওয়ারী। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে দলটি। বিরতির পর আজাদের জালে আরও দুইবার বল পাঠায় ওয়ারী।

ম্যাচের অষ্টম মিনিটে ১১ নং জার্সি নিয়ে খেলা শিহাবের ফিল্ড গোলে লিড নেয় ওয়ারী। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় দলকে দ্বিতীয় গোল পাইয়ে দেন মনসুর। ৫৪ মিনিটের মাথায় দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন শিহাব। ৩-০ স্কোরলাইনে ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে ওয়ারী।

চলতি লিগে দুই ম্যাচ হার ও এক ড্রয়ের পর প্রথম জয় পেল ওয়ারী। অন্যদিকে আজাদ এসসি চার ম্যাচে তৃতীয়বার হেরে বসলো।

দিনের দ্বিতীয় ম্যাচে সাধারণ বীমাকে ৮-০ গোলে হারায় মোহামেডান। প্রথমার্ধেই তিন গোল করে জয়ের পথে থাকে মোহামেডান। দ্বিতীয়ার্ধে আরও পাঁচবার গোলের আনন্দে ভাসে সাদা-কালোরা।

লিগের শুরু থেকেই দুর্দান্ত খেলা ওমর ভুট্টা তিনটি গোল করেন। ম্যাচের ৩৬, ৪৯ আর যোগ করা অতিরিক্ত সময়ে গোলগুলো করেন তিনি।

এছাড়া, ১৪ মিনিটের মাথায় মোহাম্মদ ইমরান, ২৫ মিনিটে রিজওয়ান, ৩৩ মিনিটে মোহামেডান দলপতি রাসেল মাহমুদ জিমি, ৫৪ মিনিটে সালমান হোসেন ও ৫৭ মিনিটে তাসভার আব্বাস গোল করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ