ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য খেলা

বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িংয়ে মিনহাজের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িংয়ে মিনহাজের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: উজবেকিস্তানের তাশখন্দ শহরে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িংয়ে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন জয় পেয়েছেন। প্রথম রাউন্ডে সৌদি আরবের আব্দুল রহমান মাসরিহিকে হারান আন্তর্জাতিক মাস্টার মিনহাজ।

 

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপ (ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস) এর প্রথম রাউন্ডের খেলায় জয় নিয় মিনহাজ দ্বিতীয় রাউন্ডে ভারতের গ্র্যান্ড মাস্টার সেতুরামানের বিপক্ষে লড়বেন।

অপরদিকে মহিলা বিভাগে প্রথম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার সোমিয়া সোয়ামিনাথনের সাথে ড্র করেছেন।

তবে, মহিলা বিভাগে জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা চিকেন পক্সে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ