ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা । ফকির ইলিয়াস

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৪
দু’টি কবিতা । ফকির ইলিয়াস অলঙ্করণ: ব্রেন্ডা হেইম

জল পড়বে, পাতা নড়বে না

রাশিফল দেখতে দেখতে আমরা গুনতে থাকি রাতের তারা। যারা
ভাগ্য বিপর্যস্ত— তাদের কথা না ভেবেই ডুবে থাকি রবীন্দ্রনাথের গানে।


জানি অনেক কিছুই, এমন একটি ভাব দেখিয়ে ভিন্ন ভিন্ন পথে
আমরা দখল করতে থাকি নদীর কিনার।

এই দখলদারিত্ব কবে ঘুঁচিয়েছে একাকীত্বের সন্ধ্যা— তা এখন আর
খুঁজে পাই না আমরা। বরং এটা জানতে শিখি, একদিন পরিচিত
ছাদেই আমাদের দিকে উল্টোমুখ করে বসেছিল ছন্দ ও তার কন্যারা।
ছন্দপুত্ররা মাছ ধরতে গিয়েছিল নদীতে। যারা শেষ পর্যন্ত নিখোঁজ
হয়ে গিয়েছিল চিরতরে।

এখন শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গা নদীতে যে শবদেহগুলো ভাসতে
দেখা যায়— তারা কি সেই ছন্দসন্তান! যারা একদিন গান গাইতো,
বাঁশি বাজাতো, হারমোনিয়ামের ছায়ায় মিশিয়ে দিতো নিজেদের ছায়া!

প্রশ্নগুলোর উত্তর চেয়ে আমরা একজন ছায়াবিদের কাছে সম্মিলিত
চিঠি লিখি। অনেক অপেক্ষার পর একদিন ফেরত ডাকে সেই চিঠির
উত্তর আসে। তিনি আমাদের জানান—
‘বৎসবৃন্দ! নগরে এখন নারকীয় কীটদের উৎপাত। যে আঙুল
পথ দেখাতো, সে আঙুল উত্থাপিত হবে ঠিকই— কিন্তু ডানে বামে
নড়বে না। যে ঢেউ আমাদের চেনাতো উজান, সেই ঢেউ
দাঁড়িয়ে থাকবে অপরিপক্ক বর্ষায়। উপুড় হয়ে পড়ে থাকা ভাসমান
মৃতদেহ দেখে কেউই জানতে চাইবে না এই মানুষটি একাত্তর দেখেছিল
কি না। রক্তকে জল ভেবে কেউ কেউ পান করবে অরিরত।
বৃষ্টি হবে।
মানুষের মাথার উপর থেকে সরে যাবে জগতের সকল ছাতা।
সবাই ভুলে যাবে— ভেজার কৃতিত্ব।
এবং জল পড়বে,
নড়বে না পাতা। কেউই জানতে চাইবে না, এই লোকালয়ে
আদৌ কোনো শাসনতন্ত্র ছিল কী না কোনোদিন। ’


শিখে নেয়া জলজাদু

জাদুঘর থেকে জাদু শিখে বের হচ্ছে দিনের প্রথম রোদ। বুদ হয়ে পাশে পড়ে থাকা
সড়কগুলো দেখছে এইসব ঝিলিকের ‌উত্থান। চকচকে মেঘের আকাশি রঙে যে আখ্যান
মিশে আছে, তা দেখে হেঁসেলে আগুন ফুকছে প্রৌঢ় কামার। শাবল কিংবা খুন্তি হাতে
যে শ্রমিক কর্মসন্ধানে বেরোবে— তার গায়েও যাদুমন্ত্র পড়ে ফুঁ দিয়ে দিচ্ছে নবপরিনীতা
স্ত্রী। আমি সেই জাদুবিদ্যা শেখার জন্য আবার হাত পাতছি প্রশাখার কাছে। আবার
পুরনো পুষ্প দিয়ে সাজাচ্ছি বাসর। যে স্মৃতিগুলো বহুকাল থেকে আর্কাইভে পড়ে আছে,
আমি তার সেলুলয়েডগুলোর দিকে তাকাতে তাকাতে নির্ধারণ করছি পরিণত বিরহের
নতুন নীতিমালা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ