ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

বসন্ত প্রেমে পড়েছে! | রাজীব মীর

শিল্প-সাহিত্য / কবিতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বসন্ত প্রেমে পড়েছে! | রাজীব মীর

বাতাসটা মনের ওপর ভর করে দৌড়ায়
ঝিলের পারে ঘুঘু অসহায়, একা কাতরায়
সাঁতরাতে সাঁতরাতে মাছের মত
আমার মাথা এই নত অথবা উন্নত
ব্রত করে ঘুরে ঘুরে মনে এবং মন্দিরে
হঠাৎ বা পেয়েছিলাম যারে
সে এসেছিলে চলিবার তরে
ভোরে, খুব ভোরে ঘাসের ডগায় পা রেখে
শিশিরের মত শান্ত কি যেন মেখে
প্রেম, সরিষা ক্ষেতের আল ধরে হাঁটে
তুমি আর ঘুড়ি ভালোবাসা করো
লাল-হলুদ ফুল ফোটে, আকাশের মাঠে
ঘাটে ঘাটে দরিয়ার ঢেউ ভালোবাসা গোনে
সে আর কবিতা রুপালী শব্দ শোনে, বনে
পাখি গান ধরে আর হাসে-
‘বসন্ত বাতাসে সই গো... বসন্ত বাতাসে
তোমার বাড়ির ফুলের গন্ধ আমার
বাড়ি আসে, সই গো ..বসন্ত বাতাসে’ !
বিকেল আচল ধরে বসে থাকে
সকালের পাশে
দিন ঘুচে গিয়ে রাত আসে, কঠিন সর্বনাশে
তারা থেমে যায়, কলংক কলংক করে
পেট্রোল বোমা পাড়া ফাটায়
তবুও
সেলফোনে মেসেজে আসে
চাঁদ আকাশে সুর করে ভাসে
ভুল করেও খুব ভালোবাসে,
হা হা হা !
তুমি আর আমি,
আগুনের আঁচে
পুড়ে যাই আর
উড়ে যাই
দিগন্তের কাছে,
বসন্ত বাতাসে !

রাজীব মীর ১৯ ফাল্গুন ১৪২১

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ