তুমি যখন মুক্তির ডাক দিলে,
আমি তখন মুক্তি, স্বাধীনতা কী জিনিস বুঝি না।
তোমাকে লক্ষ্য করে যখন ছুটে এলো ঘাতকের বুলেট,
রাসেলের মতো প্রতিরোধ গড়ার বয়স তখনও হয়নি...
এরপরও আমি স্বীকার করছি,
আমি তোমার অক্ষম এক সন্তান।
যে সন্তান পিতার ডাকেও সাড়া দিতে পারে না!
ঘাতকের হাত থেকে তাকে রক্ষাও করতে পারে না।
আমাদের ক্ষমা করো হে পিতা।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আইএ