ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

কবিতা

দ্বিতীয় জম্ম | অনিমিক শুভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, এপ্রিল ১৯, ২০১৬
দ্বিতীয় জম্ম | অনিমিক শুভ

হাঁটু মুড়ি দিয়ে খেয়াঘাটে বসে আছে মঈন মাঝি
তাকে দেখে আমার মাঝি হওয়ার সাধ উথলে উঠলো!
এসব আমার প্রথম জন্মের কথা
এজম্মে আমার মাঝি হতে ইচ্ছে করে না
বরং নৌকো হতেই সাধ জাগে!

খেয়াঘাট তার শ্রী হারিয়েছে কবেই
তবুও সরালি ওড়ে আপন খেয়ালে
এখনও নদীর জলে ডুবোয় দেহের বিবরণ জনৈক কূলবধু!

সন্ধ্যা নেমে এলে বাতাসে ভাসে নৈমিত্তিক আজানের ধ্বনি
মন্দিরে কাঁসার ঘণ্টা
আমার চোখে ভাসে আটাশে আগস্ট
দ্বিতীয় জন্মের প্রারম্ভিক দিন!

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ