ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কবিতা

তিনটি কবিতা | সাইফুল্লাহ মাহমুদ দুলাল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
তিনটি কবিতা | সাইফুল্লাহ মাহমুদ দুলাল 

জোনাকবাতি 
ঘুমিয়ে পড়া অ্যালবামের রঙিন গ্রুপছবি থেকে একজন ঘুমিয়ে গেলো।
একটি জোনাক পোকা শাদাকালো হয়ে দৃষ্টি ও দূরত্বের বাইরে অন্ধকারে...

হারিয়ে কুড়িয়ে পাওয়া জোনাকবাতির জ্যামিতিক যোগফল আতাফলের চেয়েও উজ্জ্বল।

 
যেমন বিউটিফুলের চেয়ে জুঁইফুল!


আইডি 
নিজেকে চেনার জন্য আয়নাই যথেষ্ট। আয়নার ক্ষমতা ঈশ্বরের মতো।  
পারদের আর্শির ভেতর কে ঘুমায়, কার প্রতিকৃতি! কারো কারো আয়নায় বসবাস করে কুমির, কুকুর, কাঁকড়া!

আঙুল হারানোর ভয়ে... 
আয়নার নিদ্রানীড়ে মাকড়সা বোনে না স্বপ্নজাল! তাঁতশিল্পের...  
চশমা পাল্টিয়ে নাও। সন্তানেরা কি আমাদের জটিল আয়না? 


অংক 
সুঁই-সুতা, তালা-চাবির গল্পগুলো অংকের মতো।  
সরলরেখা সমান্তরাল হয় না-দৃষ্টি আর দৃষ্টিভঙ্গির দূরত্বে 
মাদীরা পুঁজি করে যা তা আর যাতাকলের বলদেরা তাকে বলে অভিজ্ঞতা! 
শীতভীতু পুঁজিবাদী মাদীপিঁপড়ার তলপেটে জমিয়ে রাখে তাস এবং কুয়াশা 

রোদের আরেক নাম ছায়া, ছবির ভাষা আর সাপের ভাষা তিন প্রকার।  
সময়-সুযোগে শেয়ার ব্যবসায়ীদের মতো বিক্রি করে দেয় গৌরনদী, 
অথবা নারী-নিপারা পানির দামে ক্রয় করে বাতাসের বিবিধ ভাষা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ