ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কবিতা

চারটি কবিতা | আশীক রহমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
চারটি কবিতা | আশীক রহমান

সোনালি উদ্ধার

ধুম্র-কুণ্ডলী, রুপালি-বৈভব;
ব্যথার নিরাময়, দুঃখ ভুলানিয়া-
কোথায় কোনখানে জন্ম গুল্ম হে,
ভেষজ-অপরূপা; অনলে পুড়ে পুড়ে
পোড়া এ ভবে কর স্নিগ্ধ মানবেরে!

জগৎ-সংসার লেঠেলে সয়লাব,
বাঁশরী নাই, আছে পুলিশি হুইসেল!
সাগর নাই কোনো, শুধুই এঁদো ডোবা;
অথচ কথা ছিলো উদার সাঁতারের,
বাঞ্ছা-স্বাধিকার পাখার বিস্তারে...!

অসহ যাতনার দিবস-রাত যায়
অথবা পার হয় পিষ্ট ক’রে ক’রে
যেমন মণ্ডুক পিষ্টে যায় চাকা!
এ লোকে থাকবো না-লোকোত্তরে যাবো;
সোনালি গুল্ম হে দাও সে যাদুযান!

প্রেম

রীর বোঝে না প্রেম;
যে মন প্রণয় বোঝে
তাহার বসত এই শরীরে আবার!

অর্থহীন

বকিছুর অর্থ থাকে না;
থাকার দরকার পড়ে না;
চিৎকার, শীৎকার অর্থহীন-অর্থময়!

বিস্মরণ

ভুলে যাবোতো, যাবো;
নিউরন যে ক্ষয়ে ক্ষয়ে যায়!

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ