ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কবিতা

ওমরান দাকনিশের জন্য আহত অনুভূতি | মাহবুবুর রহমান মুন্না

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ওমরান দাকনিশের জন্য আহত অনুভূতি | মাহবুবুর রহমান মুন্না

ওমরান দাকনিশের জন্য আহত অনুভূতি

ওমরান দাকনিশ তোমার সর্ব শরীরে
মানবতার সকল বিপর্যয়ের চিহ্ন দেখে
জীর্ণ শীর্ণ বৃদ্ধের শ্বাস ওঠা কষ্ট উপলব্ধি করছি।
অ্যাম্বুলেন্সে চেয়ারের ঝকঝকে রঙ ম্লান করে দিয়েছে
মৃত্যু থেকে পালিয়ে বেঁচে ধূলোয় ছেয়ে যাওয়া তোমার মুখ।


এভাবে সিরিয়ার বিপর্যয়কে উপলব্ধি করিনি কখনও
এভাবে ভাবনার গভীরে প্রবেশও করিনি কখনও
গণমাধ্যমে তোমার আতঙ্কভরা চোখ
সিরিয়ার ভয়াবহতা, মানবতা বিবর্জতার জলন্ত প্রমাণ।
তোমার এ দৃশ্য দেখে বিশ্ব বিবেক কেঁদেছে কিনা জানি না
তবে আমার বুকে অবিরাম যন্ত্রণার সরল কাঁটা বিঁধেছে
আর চশমার কাচে জমেছে কিছু লবণাক্ত জল…

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ