ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

তিলফুল | কচি রেজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
তিলফুল | কচি রেজা

বেজে ওঠে মেঘবিহীন আকাশ! বলক দেওয়া দুধ আর সেই তার অসাধারণ পা 
আলতার রঙে প্রকাশ হচ্ছে আরেকটি শীতকাল।

তিলফুল
বেজে ওঠে মেঘবিহীন আকাশ! বলক দেওয়া দুধ আর সেই তার অসাধারণ পা 
আলতার রঙে প্রকাশ হচ্ছে আরেকটি শীতকাল। তার আগে, আলপথে, সে 
ইঁদুরের গর্ত দেখতে দেখতে, পিছনে তাকিয়ে, মেটেমতো খেজুর গাছ, কাসুন্দী
ঘ্রাণের সেই কান্না নরম পাখি, কিশোরী প্রার্থনায় উড়ে এসে বসে প্রথম ঋতু 
ভাঙা গল্প! কেন যে তার দীর্ঘশ্বাস এক অনধিকারীর কাছে।

ক্ষেতের ভিতর নেমে
হাত ছুঁলো, এর নাম তিল ফুল! মিহি শীত নামে দাঁতের সারিতে!

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ