ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কবিতা

দু’টি কবিতা | আহমেদ ফিরোজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
দু’টি কবিতা | আহমেদ ফিরোজ কবিতা

বেশ থেকো
মনের ভেতর একদিন ভূত হয়ে ঢুকে যাব
সেখানে বাঁধব বাসা

পাখিদের দলবেঁধে ডেকে এনে ছেড়ে দেব
ওরা কিচিরমিচির করবে
নাম ধরে ডাকাডাকি করবে
তোমার নাম ছড়িয়ে পড়বে পাড়াময়
গাছেরাও জেনে যাবে
পথে ফোটা ফুল, সেও তোমাকে চিনবে
ডেকে বলবে, কেমন আছ
তুমি বেশ বলো
তুমি বেশ থেকো সবসময়
প্রিয় বন্ধু, গাছ পাখি ফুল নদী সময়...

প্রেমিকারা উড়োপাখি
প্রেমিকারা উড়োপাখি, কেউ রাজকন্যা নয়
বন্ধন আর মুক্তি খোঁজে অনেকেই
তবে প্রণয়ের শেষ ধাপ পর্যন্ত আকণ্ঠ অবিচল থাকে না কেউই
শুধু সুন্দর মুখশ্রী স্বপ্নঘেরা, দেহসুষমার তুলনা মেলে না।  

স্বর্গসুখ কাকে বলে?
মেয়েটি ঘুরে দাঁড়াল
ফুলস্কেপ
জীবন কী দারিদ্র্যের ঘেরাটোপ নাকি সুখযন্ত্রণা...

নাম না-জানা হরেক ফুল, অচেনা-অজানা কত গাছ
সবই সুন্দর, প্রেমের মতো পবিত্র
তবু প্রেম কুলষিত ভক্তের ভাগাড়ে
মেয়েরা অমন বুঝতে পারে।

পুরুষ বলে, মানি বা না-মানি
চুম্বনে বসন্তের পালা, হোক সে শীত অথবা গ্রীষ্ম
বিরহ-বেদনা প্রথম কিশলয়
আত্মঘাতী বন্ধু থেকে নিরাপদ বসবাস ভালো।

যোগাােযগ

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ