ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

মুক্তি ǁ সোহেল আমির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ২, ২০২০
মুক্তি ǁ সোহেল আমির

একদিন এই নীরবতা ভাঙবে
বাচ্চারা আবার স্কুল ব্যাগ গোছাবে
টিফিনের মেন্যু নিয়ে মা’র সাথে ঝগড়া করবে।

সিগন্যাল লাইটে অফিসমুখী গাড়ির জ্যাম থাকবে
অফিসে, বসের ব্যস্ত চেহারার দেখা মিলবে।
একদিন ঝড় কেটে যাবে
কলকারখানার চাকা ঘুরবে
ট্রেন চলবে, প্লেন উড়বে,
যাদুঘর, চিড়িয়াখানা, শিশুপার্ক উন্মুক্ত থাকবে।

সিনেমা হলে নতুন ছবির ব্যানার ঝুলবে।
সেদিন ডক্টররা বীরের বেশে,
পরিবারের বুকে ফিরে যাবে।
আমাদের ভালোবাসায় সিক্ত হবে।

মঙ্গল শোভাযাত্রায় আনন্দের বন্যা বইবে
এবাদতের জন্য মসজিদের দরজা খোলা থাকবে
ঈদের নামাজ শেষে,
সেদিন আঙুল দিয়ে আনন্দের অশ্রু মোছা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ