ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

শ্রীনগরে আ.লীগের বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
শ্রীনগরে আ.লীগের  বিক্ষোভ-সমাবেশ

মুন্সীগঞ্জ: বিএনপি নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার  (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঝুমুর হলের সামনে থেকে মিছিল শুরু করেন তারা।

পরে শ্রীনগর বাজার সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিসের সামনে গিয়ে সমাবেশ করেন।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ঢাকা-দোহার বাইপাস সড়কে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, শ্রীনগর থানার এসআই মো. সাইফুলকে মারধর, মোটরসাইকেলে আগুন ও ২টি মিশুক ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।