ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নয়াপল্টনে ফেসবুক লাইভ করার সময় ছাত্রদল নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
নয়াপল্টনে ফেসবুক লাইভ করার সময় ছাত্রদল নেতা আটক

ঢাকা: নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, ফেসবুক লাইভে গিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে।

আটক আব্দুল্লাহ আল রবিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ সুপার গোলাম রুহানী।

তিনি বলেন, সাদা পোশাকের পুলিশ তাকে আটক করেছে। ওই ছাত্রদল নেতা ফেসবুক লাইভে গিয়ে উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল এমন অভিযোগে তাকে আটক করা হয়।

এদিকে আটকের সময় গ্রেফতার ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল রবিন চিৎকার করে বলছিলেন, খালেদা জিয়ার মুক্তি চাই। যত চেষ্টাই করা হোক গণসমাবেশ সফল হবেই।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।