সাতক্ষীরা: মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া চিঠিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের ফেনসিডিল ও ইয়াবা সেবনের একাধিক স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সরকার দলীয় যুব সংগঠন যুবলীগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। বিষয়টি জেলা যুবলীগের নজরে আসায় তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে সরকার দলীয় নেতাদের প্রশ্রয়ে উপজেলাব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এতে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ক্ষু্ণ্ন হলেও সংশ্লিষ্টরা এ বিষয়ে সবসময়ই নীরব থাকেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমএমজেড