ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুব মহিলা লীগের সম্মেলন শুরু, আসছে নতুন নেতৃত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
যুব মহিলা লীগের সম্মেলন শুরু, আসছে নতুন নেতৃত্ব

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলন শুরু হয়েছে বেলা ১২টা ১ মিনিটে।  

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।

সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির বিভিন্ন জেলা শাখা, ঢাকা মহানগর, রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেত্রীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই যুব মহিলা লীগের নেত্রীরা রঙিন শাড়ি পরে বাদ্য-বাজনা আর স্লোগানে মুখরিত করে রেখেছেন।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  

বর্তমান সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চে সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে আছেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরের সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান। গত ১৮ বছর ধরে তারা দুজন এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

দীর্ঘ ১৮ বছর নাজমা-অপু উকিলের নেতৃত্বে চললে যুব সংগঠনটির নেতৃত্বে থাকা দুজনের বয়সই ৫০ পার হয়েছে।

যুব মহিলা লীগের একাধিক নেত্রী জানান, এবারের সম্মেলনের মধ্য দিয়ে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসবে। দলের কর্মসূচি আরও বেগবান হবে।  

জানা গেছে, এই সম্মেলনের মধ্য দিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় অর্ধেক পদেই পরিবর্তন আসতে পারে।  যদিও যুব মহিলা লীগের গঠনতন্ত্রে কোনো বয়সসীমা উল্লেখ নেই।  

যুব মহিলা লীগের সূত্র জানিয়েছে, এবার সভাপতি পদ থেকে বিদায় নিতে হচ্ছে নাজমা আক্তারকে। তার স্থলাভিষিক্ত হতে চান বর্তমান সাধারণ সম্পাদক অপু উকিল।  

এ পদে আরও আলোচনায় রয়েছেন যুব মহিলা লীগের সভাপতি হতে পারেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি আওয়ামী লীগের প্রায়ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন।

সাধারণ সম্পাদক হতে পারে বর্তমান কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বা আফরোজা মনসুর লিপি।

এ সম্মেলনের ছাত্রলীগের সাবেক নেত্রীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে দায়িত্বে আসতে পারেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমানে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি।  

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।