ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রাজনীতিতে চায় আ.লীগ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রাজনীতিতে চায় আ.লীগ নেতারা

ঢাকা: বঙ্গবন্ধুর পরিবারের নতুন প্রজন্মের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চায় দলটির নেতারা। তারা যাতে রাজনীতি থেকে বাদ না পড়ে এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় কয়েকজন নেতা এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য মত দিয়েছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য বলতে তারা বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানার ছেলে মেয়েদের কথা বলেছেন।

রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

জানা যায়, সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটির পাঁচ জন নেতা এ বিষয়ে কথা বলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, বঙ্গবন্ধুর পরিবারের নতুন প্রজন্মের সদস্যদের রাজনীতিতে আসা দরকার। তারা যেন আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ না পড়ে সে বিষয়টি দেখতে হবে।

নেতাদের কথা শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করা তাদের বিষয়। তারা সবাই লেখাপড়া শিখে বড় হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। তারা যদি রাজনীতি করতে চায় করবে। তাদের রাজনীতি করার ক্ষেত্রে তো কোনো বাঁধা নেই।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির এ সভায় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে বলেছেন দলের নেতারা।

এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াত দেশ বিরোধী শক্তি। এরা অতীতে যেসব অপকর্ম করেছে তাতে এদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এদের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। এদের অতীত কর্মকাণ্ড মানুষের মধ্যে ভালোভাবে তুলে ধরতে হবে।

আরও জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে দলের শৃঙ্খলা ভঙ্গকারী শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তারা দলের সভাপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন। এজন্য তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।