ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে: কাদের

ঢাকা: বিএনপির রাষ্ট্র সংস্কারের ২৭ দফা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে রাষ্ট্র বিশ্বের বিস্ময়, সে রাষ্ট্রকে তারা কী মেরামত করবে। ক্ষমতায় থাকা অবস্থায় তারা (বিএনপি) রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত খাদ্য উপ-কমিটির সভায় কাদের এসব কথা বলেন।

বাংলাদেশকে এখন চেনায় যায় না দাবি করে কাদের বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ক্ষমতায় এসে বাংলাদেশের অচলাবস্থা করেছিল বিএনপি। শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার সেই বাংলাদেশের উন্নয়ন সাধন করেছে।

আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে কাদের বলেন, পদ্মা সেতু করেছি, মেট্রোরেল-কর্ণফুলী টানেল প্রস্তুত। আগামীকাল ১০০ রাস্তার উদ্বোধন হবে।

বিএনপি কী করেছে প্রশ্ন তুলে তিনি বলেন, তারাই নির্বাচনে জালিয়াতি করেছে, আজিজ মার্কা নির্বাচন করেছে। তারা বাংলাদেশে গণতন্ত্রের নামে হ্যাঁ/না ভোট করেছে। ওই সময় কোথাও কোথাও ১২০ শতাংশ ভোটও পড়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। দায়িত্বের বাইরে গিয়ে কেউ শৃঙ্খলাচ্যুতি ঘটাবেন না।

সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা সম্পাদক জাহানারা বেগম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

বাংলাদেশ সময়: ১২০৫, ডিসেম্বর ২০, ২০২২
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।