ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

ঢাকা:  আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে ৷

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অধিবেশন শুরু হয় ৷

এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ অধিবেশনে প্রত্যেক বিভাগ থেকে দলের একজন করে নেতা বক্তব্য রাখছেন।  

কাউন্সিল অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন অর্থাৎ নতুন কেন্দ্রীয় কমিটি (কার্যনির্বাহী সংসদ) নির্বাচন হবে ৷ 

এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে ৷ এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

কমিশনের অন্য দুই সদস্য হলেন- মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। এ অধিবেষণে ৭ হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন ৷

সকাল সড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতির বক্তব্যের পর দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় ৷

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসকে/এমইউএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।