ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর মহানগর যুবদলের সা. সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
রংপুর মহানগর যুবদলের সা. সম্পাদক বহিষ্কার

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

এর আগে শুক্রবার তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।  

শামসুজ্জামান শামু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নিয়েছেন।

বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্বাচন থেকে সরে আসার জন্য তাকে বারবার বলা হয়েছে। এরপরেও নির্বাচনে অংশ নেওয়ায় তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে মহানগর যুবদলের এক নম্বর যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।  

এ ব্যাপারে লিটন পারভেজের বলেন, আমি জনস্বার্থে দল করি এবং জনস্বার্থের কারণেই যদি দল আমাকে বহিষ্কার করে আমার কিছু করার নাই। যেহেতু দলে পক্ষ বিপক্ষ আছে, সেহেতু একটি পক্ষ আমাকে হেয় করানোর জন্য এ কাজটি করেছেন।

আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।