ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের পতন ধ্বনি শোনা যায়: বিএনপি নেতা জয়নাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আ.লীগের পতন ধ্বনি শোনা যায়: বিএনপি নেতা জয়নাল

ফেনী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে। ইতোমধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন ধ্বনি শোনা যায়।



শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে গণমিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন তিনি।  

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি ফেনী শহরের বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের করে শহরের ট্রাংক রোড়, প্রেসক্লাব ও বড় বাজার হয়ে তাদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
 
ভিপি জয়নাল বলেন, কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশের আপামর জনসাধারণ সামিল হচ্ছে। শিগগিরই গণআন্দোলনে এই সরকার তাদের গদি ছেড়ে পালাবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারীসহ জেলা নেতারা।

গণ-মিছিল ও সমাবেশে বিএনপি ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা আরও বলেন, অনেক হয়েছে, প্রতিবাদ অনেক করেছি, এবার প্রতিরোধের পালা। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে হবে। পুলিশ তো সরকার দলের কাছে পাইকারি দরে বিক্রি হয়েছে তাদের কাছে আম জনতার চাওয়ার কিছু নেই। তারা সরকারি পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।