ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

গাইবান্ধায় বিএনপির গণমিছিলে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
গাইবান্ধায় বিএনপির গণমিছিলে মানুষের ঢল

গাইবান্ধা: ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে গাইবান্ধায় গণমিছিল করেছে জেলা বিএনপি। এ সময় পুলিশী বাঁধা উপেক্ষা করে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের আগেই গাইবান্ধা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে নেতাকর্মী ও সমর্থকেরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের পৌরপার্ক এলাকায় পুলিশী বাঁধার মুখে পড়লেও বাঁধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।

মিছিলে গ্রেফতার করা কেন্দ্রীয় নেতাদের নি:শর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।

মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম।

এ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।