ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ দফা দাবিতে বান্দরবানে বিএনপির গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
১০ দফা দাবিতে বান্দরবানে বিএনপির গণমিছিল

বান্দরবান: বিএনপির ঘোষিত ১০ দফা কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মার্কেটে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বিএনপি ঘোষিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করার দাবি জানান। এছাড়াও অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, মো. আব্দুল মাবুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম লিনাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।