বরগুনা: সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বর্তমান সরকার ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ে বিশ্লেষণমূলক শীর্ষক আলোচনা সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন এসব কথা বলেন। বরগুনা সিরাজ উদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ-সহ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ-জামান মামুন মোল্লা বলেন, শেখ হাসিনার সরকার বিএনপির ১০ দফা মানবে না। কিন্তু বিএনপি আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারকে ১০ দফা বানিয়ে ছাড়বেই ছাড়বে।
তিনি আরও বলেন, ২০২৩ সালে হচ্ছে এই সরকারের বিদায় সাল। ২০২৩ হচ্ছে শেখ হাসিনার পতনের বছর।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএ