ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন করা: জয়নুল আবেদীন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন করা: জয়নুল আবেদীন 

বরগুনা: সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বর্তমান সরকার ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।  

তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল।

এখন শুধু আওয়ামী লীগ বাদে সব দলই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। আওয়ামী লীগ যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উচিত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ে বিশ্লেষণমূলক শীর্ষক আলোচনা সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন এসব কথা বলেন। বরগুনা সিরাজ উদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভা হয়।  

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ-সহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ-জামান মামুন মোল্লা বলেন, শেখ হাসিনার সরকার বিএনপির ১০ দফা মানবে না। কিন্তু বিএনপি আন্দোলনের মাধ্যমে ফ‍্যাসিষ্ট সরকারকে ১০ দফা বানিয়ে ছাড়বেই ছাড়বে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে হচ্ছে এই সরকারের বিদায় সাল। ২০২৩ হচ্ছে শেখ হাসিনার পতনের বছর।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।