ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় জবি ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের সম্পত্তিতে আপনাদের নজর কেন? অবৈধভাবে সম্পদ অর্জনের ধারায় সরকারের এ সব পদক্ষেপ। জিয়া পরিবারের উত্তরাধিকারী দেশ নায়ক তারেক রহমানের অস্তিত্ব এদেশে ৫৭ হাজার বর্গমাইল জুড়ে। দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণীর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত।  

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ মাফিয়া সরকারের যে কোন ষড়যন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দিবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।