ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রী ভারতের ঋণ শোধ করছেন: হান্নান শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
প্রধানমন্ত্রী ভারতের ঋণ শোধ করছেন: হান্নান শাহ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য আসম হান্নান শাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার জলাঞ্জলি দিয়ে ভারতের ঋণ শোধ করছেন। ’

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান তিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকম নজরুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রমিক দল ওই স্মরণসভা আয়োজন করে।

হান্নান শাহ বলেন, ‘দেশে কিছু সুবিধাবাদী রাজনীতিক আছেন যারা বিপদে পড়লেই ভারতে গিয়ে আশ্রয় নেন।   শেখ হাসিনাও ভারতে আশ্রয় নিয়ে ছয় বছর ছিলেন। ’

তিনি বলেন, ‘ আওয়ামী লীগের মিথ্যাচার ও সন্ত্রাসের রাজনীতি বিশ্বের সব খারাপ ঘটনাকে হার মানিয়েছে। ’

এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কম মজুরির শ্রমিকরা কষ্টে দিনাতিপাত করছেন বলেও অভিযোগ করেন তিনি।

হান্নান শাহ বলেন, ‘অন্যায়, অত্যাচার ও অপকর্মের কারণে এ সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তারা ভালো পথে ফিরে না এলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। ’

তিনি বলেন, ‘আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ভারতে করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত দিয়ে এ সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।

সরকারের অন্যায়, অত্যাচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে  শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাফরুল বারী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।