ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রায় ১ ঘণ্টা দেরিতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
প্রায় ১ ঘণ্টা দেরিতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি 

ঢাকা: বিএনপির পাশাপাশি সরকারবিরোধী জোট রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অবস্থান করে। যদিও বেলা ১১ টায় গণ অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও প্রায় ৪০ মিনিট পর তা শুরু হয়।

বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও গণ অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। তবে সকাল ১১ টায় অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও তারা অবস্থান কর্মসূচিতে মিছিল নিয়ে ১১ টা ৪০ মিনিটে যোগ দেয়।  

গণসংহতি আন্দোলন তাদের মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ১১ টা ৫০ মিনিটে। নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ১২ টা ৩ মিনিটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।  

অন্য দিকে প্রেসক্লাবের সামনে নির্ধারিত সময়ে বেলা ১১ টায় চার-পাঁচ জন কর্মী নিয়ে অবস্থান নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট।  

এদিকে প্রেসক্লাবের সামনে গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।  

এ সময় যান চলাচল স্বাভাবিক ছিল।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ইএসএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।