ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
‘দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে’ 

ফেনী: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেন, সরকার বিদুৎ, গ্যাস, তেলসহ সব ধরনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছেন। অপশাসনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে।

বিএনপি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে দেবে।  

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ফেনী সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।  

এ সময় তিনি বলেন, সরকার দেশে লুটপাট চালাচ্ছে। কায়েমি স্বার্থবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। বিএনপি প্রতিজ্ঞা করেছে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই অপশাসনের ইতি ঘটাবে।  

এ সময় তিনি নেতাকর্মীদের এই আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে অংশ গ্রহণ করার জন্য আহ্বানও জানান।  

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্ল্যাহ মানিক।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।