ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানি লন্ডারিং মামলা: তারেকের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
মানি লন্ডারিং মামলা: তারেকের রিট খারিজ

ঢাকা: মানি লন্ডারিং আইনে করা মামলার বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।

পাঁচ কার্যদিবস শুনানি শেষে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



এর আগে মঙ্গলবার এ রুলের ওপর শুনানি শেষ হয়।

বুধবারের এ রায়ের ফলে ২০০৯ সালের ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে সেনানিবাস থানায় দায়ের করা এ মামলা চলার পথে আর কোনো বাধা রইল না।

আদালতে সরকার পে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পে আনিসুল হক ও খুরশিদ আলম এবং তারেক রহমানের পে রফিক উল হক, মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম মঙ্গলবারের শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।