ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের রাজনীতি ২ ভাগে বিভক্ত: মির্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
দেশের রাজনীতি ২ ভাগে বিভক্ত: মির্জা আজম

জামালপুর: বাংলাদেশের রাজনীতি এখন দুইভাগে বিভক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইভাগে বিভক্ত হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব রাজনৈতিক শক্তি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একত্রিত হয়েছেন। পাশাপাশি ১৯৭১ এর রাজাকার, আলবদর,  আলসামসসহ দেশবিরোধী অপশক্তিরা সবাই বিএনপির প্লাটফর্মে যুক্ত হয়েছেন।

এ সময় তিনি দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় মির্জা আজম কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম তালুকদার সুজন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মাদারগঞ্জ পৌর সভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।