ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

শহীদ কামারুজ্জামানের সমাধিতে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
শহীদ কামারুজ্জামানের সমাধিতে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের শ্রদ্ধা শহীদ কামারুজ্জামানের সমাধিতে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের শ্রদ্ধা

রাজশাহী: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ মহানগর ও থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩

এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।