ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি সামর্থ্য অনুযায়ী ইভিএম দেবে, আপত্তি নেই: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ইসি সামর্থ্য অনুযায়ী ইভিএম দেবে, আপত্তি নেই: কাদের

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দিবে, তা নিয়ে আপত্তি নেই।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে এক দলীয় সংসদ চলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, বিকল্পধারা, তরিকত  ফেডারেশন, স্বতন্ত্রসহ সংসদ চলে। আর এরা (বিএনপি) বলে একদলীয় পার্লামেন্ট চলে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যারা পুরস্কৃত করেছে, যারা জয় বাংলা নিষিদ্ধ করেছিল, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, ৩ নভেম্বর জেল হত্যার জবাব দিতে হবে মির্জা ফখরুল। আপনাদের প্রধান নেতা বাংলাদেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছিল। এই নষ্ট রাজনীতি থেকে বিএনপি যদি বের হয়ে না আসতে পারে, তারা কোনদিন আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু আপনাদের ক্ষমতায় হয়নি। তাই আপনাদের অন্তর জ্বলে। আমাদের অন্তর্জ্বালা নেই। আমরা জনগণের জন্য কাজ করি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ আপনাদের সঙ্গে নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, গত ১০ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর বিএনপি আন্দোলনের ডাক দিয়েছিল। তাদের আন্দোলন দেখেছি। আন্দোলনের ডাক দিয়ে ফখরুল ও আব্বাস হাসপাতালে চলে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে আবার আন্দোলনের কথা বলছেন। বিএনপির আন্দোলন ভুয়া। এরা নাকি রাষ্ট্র মেরামত করবে। ফখরুল-আব্বাস হাসপাতালে কেন যায়? তাদের আন্দোলনের অদৃশ্য নির্দেশ কোথা থেকে আসে? টেমস নদীর পাড় থেকে। যারা রিমোট কন্ট্রোলে চলে তাদের ডাকে আন্দোলন হয় না। তাদের আন্দোলন ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেই না। শীতের মধ্যে গরিব দুঃখী মানুষকে শীতবস্ত্র কি দিতে পারব না। আগামী ২৫ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ শান্তির সমাবেশ করবে। আর বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চলে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।