ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রচার মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রচার মিছিল

রাজশাহী: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২৩ জানুয়ারি) প্রচার মিছিল হয়েছে।  বিকেলে কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়।

 

মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, মহিলাবিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সব থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রচার মিছিল শেষে দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের পথসভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩

এসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।