ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শাজাহানপুরে ট্রাকচাপায় আ. লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
শাজাহানপুরে ট্রাকচাপায় আ. লীগ নেতা নিহত খলিলুর রহমান

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় খলিলুর রহমান (৫২) নামে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সাজাপুর এলাকার দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত খলিলুর জেলা সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন।  

এ ঘটনায় নিহতের ছেলে মমেত আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।  

জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে দ্বিতীয় বাইপাস ধরে পল্লীমঙ্গল নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন খলিলুর ও তার ছেলে মমেত। খলিলুর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে সাজাপুর এলাকায় একটি পাম্পের সামনে এলে সামনে থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খলিলুর নিহত হন। আর গুরুতর আহতাবস্থায় মমেতকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।  

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, খলিলুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মতো ত্যাগী নেতার এমন অপমৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কাজী রজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মমেতের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।