ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিদ্যুতের বদলে তারেক জিয়া খাম্বা কিনেছিল’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
‘বিদ্যুতের বদলে তারেক জিয়া খাম্বা কিনেছিল’ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, উন্নয়নে দেশ ছেয়ে গেছে। সারা দেশে উন্নয়ন হয়েছে।

ফ্লাইওভার ও ব্রিজে ছেয়ে গেছে বাংলাদেশ।  

তিনি বলেন, বিনা পয়সায় নেত্রী তৃতীয় ডোজ পর্যন্ত টিকা দিয়েছেন। চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করে নেত্রী টিকা দিয়েছেন। আমরা প্রচার করি না।  

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন এই নেতা।

খোকন সাহা বলেন, বাংলাদেশ অনেক উন্নয়ন হয়েছে। এক সময় বিদ্যুৎ থাকত না। নেত্রী বিদ্যুতের চাহিদা পূরণ করেছেন। বিদ্যুৎকেন্দ্রে আমাদের সরকার আট টাকা লিটার তেল দিত। সে সময় ৫০ টাকা লিটার তেল।  

তিনি বলেন, ১৮ টাকায় তিনি বিদ্যুৎ কিনতেন এবং আমাদের দিতেন ৭-১১ টাকায়। অনেক ভর্তুকিতে তিনি বিদ্যুৎ দিয়েছেন। আর বিদ্যুতের বদলে তারেক জিয়া খাম্বা কিনেছিল।

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমআরপি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।