ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা-হাসিনা ঐক্যবদ্ধ হতে পারলে গণতন্ত্র সুরক্ষিত হতো: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
খালেদা-হাসিনা ঐক্যবদ্ধ হতে পারলে গণতন্ত্র সুরক্ষিত হতো: গয়েশ্বর

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কে ক্ষমতায় থাকবেন আর কে থাকবেন না এ চিন্তা বাদ দিয়ে খালেদা জিয়া ও শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে পারলে গণতন্ত্র সুরক্ষিত হতো। ’

বুধবার বিকেলে জাতীয় প্রেস কাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।



গয়েশ্বর রায় বলেন, ‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমী সব শক্তিকে এগিয়ে আসতে হবে। আর সর্বাগ্রে এগিয়ে আসতে হবে প্রধান দুই নেত্রীকে। এই দুই নেত্রী ঐক্যবদ্ধ হতে পারলে আমাদের গণতন্ত্র সুরক্ষিত হতো। ’

গণতন্ত্র সুরক্ষিত হলে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাকে আর ভারতের সঙ্গে চুক্তি করতে হতো না বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না, আর পারলেও তারা তা করবে না। বিরোধী দলের ওপর দায় চাপিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ’

গয়েশ্বর রায় আরও বলেন, ‘ওয়ান- ইলেভেনের সময় যারা সংস্কারপন্থী ছিলেন আমি তাদের স্যালুট জানাই। কারণ, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তারা ওই দুঃসময়ে ওইভাবে কথা বলে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু দঃখজনক হলেও সত্য তাদের ওই সংস্কারের বুলি ছিল ফকরুদ্দিন-মইনুদ্দিনের হাত থেকে বাঁচার কৌশল। ’

ওয়ান-ইলেভেনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারপন্থী বনে যাওয়া নেতারা প্রকৃত সংস্কারের কথা বলেননি বলেও আক্ষেপ করেন গয়েশ্বর।

স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে আরও বক্তব্য রাখেন- বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।