ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
খুলনায় বিএনপির সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

খুলনা: নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশ শুরু হয়।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসেন এতে কোরআন তেলাওয়াত করেন। সমাবেশে বক্তব্য দেন- মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপির মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।  

খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

এর আগে ভোর থেকেই বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মীদের। সমাবেশস্থল বিএনপি নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে আসা নেতাকর্মীদের চাঙা রাখতে মাইকে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয় এবং দলীয় ও দেশাত্মাবোধক গান পরিবেশন করা হয়। এর মধ্যে বিএনপির খুলনা বিভাগের ১০ জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভামঞ্চে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।