ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
দিনাজপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

দিনাজপুর: দিনাজপুরে অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলা শাখার জামায়াত-শিবির আমির ও প্রাক্তণ সাধারণ সম্পাদক আনিসুর রহমান (৬৩), ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর ইউনিয়নের আমির আবু তাহের, ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর দক্ষিণের সাবেক সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক আমির মঞ্জুরুল কাদের, জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম, পার্বতীপুর উপজেলার আমবাড়ী ইউনিয়নের শিবিরের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, পার্বতীপুর উপজেলার সদস্য আবুল বাশার ও রফিকুল ইসলাম।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দিনাজপুর শহরে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে ৭ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে একাধীক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।