ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
‘পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি’

মাগুরা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যড়যন্ত্র করছে। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে তারা।

তাদের এ অপচেষ্টা সফল হবে না। নির্বাচনের মাধ্যমেই সব ফয়সালা হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা সদর উপজেলার ৩ নং কছুন্দী ইউনিয়নের রামনগর বাজারে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপি নিয়ে এ মন্তব্য করেন নির্মল কুমার চ্যাটার্জী।

কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

নির্মল কুমার বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের মধ্যে দিয়ে সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে। ২০২৪ সালের শুরুতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিও সেই নির্বাচনে অংশ নেবে। কারণ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না।  

কছুন্দী ইউনিয়ন আ.লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা আ.লীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।  

আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম মোহন, সদর উপজেলা আ.লীগের সভাপতি আশারাফুল আলম বাবুল ফকির ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা, ৩নং কছুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্ল্যা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।