ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফখরুল টাকার বস্তায় চলেন: ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ফখরুল টাকার বস্তায় চলেন: ওবায়দুল কাদের

সুনামগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তায় চলেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? আজকেও দেখলাম বড় বড় কথা- আমি ওবায়দুল কাদের নাকি পালিয়ে যাবো! ওবায়দুল কাদের ওয়ান-ইলেভেনেও পালাইনি, জেলে গেছি। সাহস আছে আপনাদের নেতার? আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুকিয়ে আছে লন্ডনে, বিলাসবহুল জীবন, টাকা আর টাকা, ফখরুল টাকার বস্তায় চলে, সমাবেশ করে, টাকা ছেটাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের এই জনপদে দুটি মানুষের মৃত্যু কখনও হবে না। একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন। আরেকজন হচ্ছেন বাংলাদেশ রূপান্তরের রূপকার প্রধানমত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক মুক্তির রূপকার শেখ হাসিনা। তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন।

সেতুমন্ত্রী আরও বলেন, আমি কয়েক বছর আগে সুনামগঞ্জে এসেছিলাম। সেই সুনামগঞ্জ ছিল একটা গ্রামীণ শহর, আজ সেই সুনামগঞ্জ সত্যিকার অর্থে আলোয় জ্বলজ্বল করছে। ডিজিটাল বাংলাদেশের অপরূপ রূপ, হাওর-বাওরে জ্যোৎস্না প্লাবিত। এ হাওর এলাকার শহর সুনামগঞ্জে কত সুন্দর ভবন আজ। আমি যখন বক্তৃতা করছিলাম তখন মনে হয়েছিল কোনো একটা গ্রামের বাজার, সেই গ্রামের বাজার এখন আধুনিক শহর হয়েছে। তার রূপান্তর ঘটিয়েছেন শেখ হাসিনা।  

১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি। হিংসা করে লাভ নেই বিএনপির। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল, কত জ্বালায় ঘা জ্বলে বিএনপি নেতাদের। অন্তরে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, ফ্লাইওভারের জ্বালা, জ্বালারে জ্বালা। এতো জ্বালা তারা কোথায় রাখবে, তাই আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে।

এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সৈয়দা জেবুন্নেছা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, আজিজুস সামাদ ডন, সায়েম খান, শামীমা আক্তার খানম এমপি প্রমুখ।

সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সভাপতি-সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতেও নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।