ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি এদেশকে আফগানিস্তান বানাতে চায়: হুইপ ইকবালুর রহিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
বিএনপি এদেশকে আফগানিস্তান বানাতে চায়: হুইপ ইকবালুর রহিম হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর: বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর সদর উপজেলার গৌরীপুরে ‘সারা দেশে বিএনপি-জামায়াত, অশুভশক্তি, সন্ত্রাসী-নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশে’ এ মন্তব্য করেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামায়াত জোট ২০১৮ সালের নির্বাচনের সময় বাস-ট্রেনে আগুন দিয়ে শতশত মানুষকে হত্যা করেছে। তারা আবার সেই হত্যার রাজনীতি চালু করতে চায়। তারা দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চায়। তাদের আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, সংখ্যালঘুদের ওপর হামলা, অশান্তিকর পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে মানুষকে জানিয়ে তুলতে আজকে আমাদের এই শান্তি সমাবেশের আয়োজন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের এত ষড়যন্ত্রের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার বিনামূল্যে সবাইকে করোনার ভ্যাকসিন দিয়েছে; শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে; বীর  মুক্তিযোদ্ধা, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে।

এর আগে তিনি গৌরীপুরে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের (জিডিজেআইপি) আওতায় ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এলএলপি স্কিম সেচ কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

এ সময় সদর উপজেলর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, শহর  আওয়ামী লীগর সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।