ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতাদের মামলার কার্যক্রম স্থগিতের আবেদন শুনানি হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
জামায়াত নেতাদের মামলার কার্যক্রম স্থগিতের আবেদন শুনানি হয়নি

ঢাকা: গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে সরকারের সব ধরনের পদক্ষেপ ও মামলার কার্যক্রম স্থগিত রাখতে তাদের আইনজীবীর আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি।

সময় চেয়ে সরকারপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের বেঞ্চ এর শুনানি করেননি।

বেঞ্চ আগামী সোমবার এর শুনানির দিন নির্ধারণ করেন।

জামায়াতনেতাদের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিকী বুধবার আবেদনটি উত্থাপন করলে বেঞ্চ বৃহস্পতিবার এর শুনানি করার কথা বলেছিলেন।

গত ২৬ আগস্ট জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে এ আবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad