ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জঘন্য সাম্প্রদায়িক সিদ্ধান্তে আমরাও মর্মাহত: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
জঘন্য সাম্প্রদায়িক সিদ্ধান্তে আমরাও মর্মাহত: খালেদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অযোধ্যার বাবরি মসজিদ-রামমন্দির মামলায় দেওয়া রায়ের নিন্দা জানিয়েছেন।   তিনি এ রায়কে `জঘন্য সাম্প্রদায়িক সিদ্ধান্ত` বলে অভিহিত করেছেন।

এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতের অযোধ্যায় শতাব্দী-প্রাচীন ঐতিহাসিক বাবরি মসজিদের পবিত্র স্থানকে ভিন্ন ধর্মের উপাসনালয়ে ন্যস্ত করার জঘন্য সাম্প্রদায়িক সিদ্ধান্তে যে কোনো বিবেকবান মানুষের মত আমরাও গভীরভাবে মর্মাহত।

এর নিন্দা ও প্রতিবাদ জানাবার কোনো ভাষা নেই। ’

বাবরী মসজিদ মামলার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমণে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, জৈন, পারসিকসহ বিভিন্ন ধর্ম, ণৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বার মানুষ মিলে এই উপমহাদেশে সভ্যতা ও ঐতিহ্য গড়ে তুলেছে। কিন্তু তার সুরক্ষা এবং সবার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা হেফাজত করার ক্ষেত্রে ভারত ও তার প্রতিষ্ঠানগুলো যে সম্পূর্ণ ব্যর্থ, তা এবারের ঘটনায় আরেকবার প্রমাণিত হলো। ’

প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, ‘এর আগেও মসজিদ ভাঙ্গা ও সাম্প্রদায়িক দাঙ্গায় ধর্মীয় সংখ্যালঘুদের নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে ভারতীয় ক্ষমতার রাজনীতি কদর্য চেহারা বিশ্ববাসী দেখেছে। ’

তিনি বলেন, ‘দুঃখ, ক্ষোভ ও বেদনাবোধ যত তীব্রই হোক বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের আমি এই ঘটনায় শান্ত ও সংযমী থাকার আহবান জানাচ্ছি। ’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি-স্থিতি ও সৌহার্দ্য বজায় রেখে অতীতের বিভিন্ন সময়ের মতো এবারও কঠিন ধৈর্যের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আমার প্রিয় জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই দূর্ভাগ্যজনক ঘটনাকে পুঁজি করে সমাজবিরোধী কিংবা উগ্র কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে রাজনৈতিক নেতা-কর্মী, সরকার, প্রশাসনসহ সকল সমাজশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি। ’

ভারতের সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ভারত সরকার ও সে দেশের বিবেকবান নাগরিক সমাজের প্রতিও আহ্বান জানান বিএনপি প্রধান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।