ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গাইতে গাইতে আ. লীগের শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
‘রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গাইতে গাইতে আ. লীগের শ্রদ্ধা 

ঢাকা: ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  

শ্রদ্ধা নিবেদনের সময় নেতারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে থাকেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ আরও অনেকে।

এরপর খালি পায়ে শহীদ বেদীতে প্রবেশ করেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা অনেক বছর আগে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। যারা স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাবিরোধীদের চিন্তা-চেতনা লালন করে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো যেখানে জামায়াতে ইসলামীকে বর্জন করে, বিএনপি সেখানে তাদেরকে নিয়েই রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে যে কর্মসূচি পালন করছে, তার মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।