ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মেনন

ঢাকা: বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন ও তার সহধর্মিনী নারী ঐক্য পরিষদের সভানেত্রী সংসদ সদস্য লুৎফুন নেসা খান।

শুক্রবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা সংসদের ডেপুটি স্পিকার, স্পিকার ও রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

তারা আশা প্রকাশ করেন, অবসরকালেও আবদুল হামিদ জাতিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাবেন। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।   

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।