ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বিএনপির অস্থিতিশীল পরিস্থিতি বরদাস্ত করা হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
‘বিএনপির অস্থিতিশীল পরিস্থিতি বরদাস্ত করা হবে না’

খাগড়াছড়ি: ‘দেশের যেকোনো জায়গায় বিএনপি যা কিছু করুক না কেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষকে সন্ত্রাসী ভয়ভীতি দেখিয়ে শান্তি বিনষ্ট করতে পারবে না। যদি এমন কিছুর চেষ্টা করে পাহাড়ের মানুষ বিএনপির অস্তিত্ব রাখবে না’।



শনিবার (২৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা ও পৌর যুবলীগ কর্তৃক শহরের টাউন হল প্রাঙ্গণে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

নির্বাচনকে সামনে রেখে আবার জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করছে জানিয়ে তিনি বলেন, পথযাত্রা নামে বিএনপি-জামায়াত দেশব্যাপী সহিংস রাজনীতি শুরু করেছে। তবে অস্থিতিশীল পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না।

এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।