ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
সিলেটে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

সিলেট: দেশের মানুষকে শান্তিতে দেখলে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে।

বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের শান্তিকামী, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, দলের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলার আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেজোয়ান আহমদ, ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মহানগর তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নোমান আহমদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য আবদাল মিয়া, আমাতোজ জোহরা রওশন জেবিন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, ডা. নাজরা আহমদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সানাওর, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম সম্পাদক আজিজুর রহমান মঞ্জু, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ, সদস্য তৌফিক বক্স লিপন, জুয়েল আহমদ, রোকসানা বেগম, হেনা বেগম, সৈয়দ মহসিন, মুক্তার খান, সদস্য, রফিকুল ইসলাম ঝলক, জমাদিন আহমদ, আতিকুর রহমান সুয়েজ, সৈয়দ কামাল প্রমুখ।

শান্তি সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া।

সমাবেশের আগে আওয়ামী লীগ অংগ সংযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।