ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভা আজ

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভা শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভার সভাপতিত্ব করবেন।



বর্তমান উপদেষ্টামণ্ডলীর এটি দ্বিতীয় সভা। গত ২৫ মে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানিয়েছে, সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, য্দ্ধুাপরাধীদের বিচার, সংবিধান সংশোধন, সাংগঠনিক পরিস্থিতিসহ সরকার পরিচালনা ও সরকারের কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টাদের পরামর্শ চাওয়া হতে পারে।

সম্প্রতি পাবনার ঘটনাসহ সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়ার অভিযোগ নিয়েও আলোচনা হতে পারে সভায়। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে সে বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের সব সদস্যকে এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১০১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।