ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে সাবেক এমপি মোজাম্মেলকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
শরীয়তপুরে সাবেক এমপি মোজাম্মেলকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল শরীয়তপুরে সাবেক এমপি বিএম মোজাম্মেলকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল। ইনসেটে : বিএম মোজাম্মেল হক

শরীয়তপুর: শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিজ দলীয় নেতাকর্মীরা।  

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুর জেলা শহরে এ ঝাড়ু মিছিল করা হয়।

 

মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএম মোজাম্মেল হক মনোনয়ন না পেয়ে গত ৪ বছরে শরীয়তপুরে আসে নাই। নৌকার পক্ষে কাজ করাতো দূরের কথা নৌকায় ভোট দেয় নাই, করোনায় মানুষের পাশে থাকে নাই, বন্যায় পাশে থাকে নাই। আগামী নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগে কবর জিয়ারতের নাম করে এলাকায় এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় দাঙ্গা-হাঙ্গামা বাঁধাচ্ছে। আমরা বিএম মোজাম্মেল হককে অবাঞ্ছিত ঘোষণা করছি। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হুমকিদাতা বিএম মোজাম্মেল হকের ঠাঁই শরীয়তপুরে হতে পারে না। তার নিজ ইউনিয়নেও সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছে। পালং-জাজিরাকে উতপ্ত করার চেষ্টা করছে।

এতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, ফারুক আহমেদ তালুকদার, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান রাশেদ প্রমুখ।

এ ব্যাপারে সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।